মালদা

সাপের কামড়ে মৃত এক কৃষক! চাঞ্চল্য গাজোলের ক্যানবোনা এলাকায়

ইঁদুরের গর্তে মাটি ভরার সময় বিষাক্ত সাপের ছোবল! যার দরুন মৃত্যু হল এক কৃষকের। বৃহস্পতিবার সকালে এমন ঘটনাটি ঘটে গাজোলের রানীগঞ্জ অঞ্চলের ক্যানবোনা এলাকায়।

    জানা যায়, মৃত ওই কৃষকের নাম ছোট মার্ডি। বাড়ি ক্যানবোনার ধুলাউড়ি এলাকায়। এদিন সকালে ছোট মার্ডি বাড়ির মধ্যে থাকা ইঁদুরের গর্ত গুলি মাটি দিয়ে ভরে বন্ধ করে দিচ্ছিলেন। সেই সময় কোন এক গর্তের ভেতর থেকে তার হাতে কামড় দেয়। যদিও কি কামড় দেয় তা সঠিক ভাবে বলতে পারেনি পরিবার। এরপরেই ওই যুবক যন্ত্রনায় ছটপট করতে থাকে। বেগতিক দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলা কালীন মৃত্যু হয় ছোট মার্ডির। কান্নায় ভেঙে পরে পরিবারের সদস্যরা।

    এই ঘটনায় মৃত ছোট মার্ডির দিদি দাদানী মার্ডি জানান, এদিন সকালে ইঁদুরের গর্তে মাটি দিচ্ছিল। তখন কি যে কামড় দেয় সেটা তারা দেখতে পায়নি। যখন বিষ উঠল তখন তাকে নিয়ে আসি গাজোল গ্রামীণ হাসপাতালে। এখানেই মারা যায় সে।